Close

বিদ্যাসাগর মাতৃভাষা সম্মানে সম্মানিত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ ও বাস্তুশাস্ত্রবিদ ডাঃসুরেন্দ্র কাপুর

নিজস্ব প্রতিনিধি:আন্তর্জাতিক মাতৃভাষাকে সামনে রেখে গত ৩ বছর ধরে এক অভিনব উদ্যোগ নিয়েছে নগর রাজ্যভাষা কার্যক্রম সমিতি। বাঙালি না হয়েও যারা এই ভাষাকে সম্মান জানিয়ে দীর্ঘদিন এই ভাষাকে সামনে রেখে কাজ করে চলেছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিদ্যাসাগর মাতৃ ভাষা সম্মান। আয়োজনে ইউকো ব্যাঙ্ক কলকাতা ।এবার এই সম্মান পেলেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ ও বাস্তুশাস্ত্রবিদ ডাঃসুরেন্দ্র কাপুর। নিউটাউনের স্টেট ব্যাঙ্ক লিডারশিপ অডিটোরিয়ামে তাদের হাতে পুষ্পস্তবক,স্মারক ও ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার সিইও সোমশঙ্কর প্রসাদ, আশিষ রায়,মণিশঙ্কর দুবে সহ বহু বিশিষ্ট অথিতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক ও বই দিয়ে স্বাগত জানানো হয়।তাদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও রাজ্যভাষা ক্যালেন্ডারও প্রকাশিত হয় । অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top