Close

এসবিআই লাইফ ইন্সুইরেন্স এবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে

মোল্লা জসিমউদ্দিন:বৃহস্পতিবার দুপুরে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের হেড অফিসে এক বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হলো। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার অরুণ কুমার পাত্র এবং এসবিআই লাইফ ইন্সুইরেন্সের পক্ষে রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পান্ডে চুক্তি সম্পাদনা করে থাকেন।এই সম্পাদনা পর্বে আগাগোড়াই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর চেয়ারম্যান পার্থপ্রতিম সেন মহাশয়। গ্রামীণ ব্যাংক এর স্ট্যান্ডিং কাউন্সিল বৈদূর্য ঘোষাল ( আইনজীবী – কলকাতা হাইকোর্ট)  জানান -“এই গ্রামীণ ব্যাংকের ৫ টি জেলায় যথা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় ২৩০ টি শাখায় ২৫ লক্ষ গ্রাহক রয়েছেন”। এসবিআই লাইফ ইন্সুইরেন্স এর ২০ জন আধিকারিক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর শাখা গুলিতে এই লাইফ ইন্সুইরেন্স এর সুযোগসুবিধা নিয়ে গ্রাহকদের উজ্জীবিত করবেন। এসবিআই লাইফ ইন্সুইরেন্স এর রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পান্ডে জানান – ‘ এটি আমাদের ১২ তম ব্যাংক কর্তৃপক্ষ, যাদের সাথে আমরা যুক্ত হলাম।’ পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর চেয়ারম্যান পার্থপ্রতিম সেন জানান – ” এটি আমাদের তৃতীয়তম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী যাদের সাথে আমরা যুক্ত হলাম “। উভয় কর্তৃপক্ষের আর্থিক পরিকাঠামো এবং ব্যক্তিবর্গের শক্তি মিলিয়ে গ্রাহক পরিষেবা বিশেষত লাইফ ইন্সুইরেন্স নিয়ে যৌথ উদ্যোগ এক অন্যমাত্রা এনে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মারণ ভাইরাস করোনা আবহে লাইফ ইন্সুইরেন্স এর প্রয়োজনীয়তা দিন কে দিন গুরত্ব পাচ্ছে আমজনতার কাছে। 

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top