Close

এক সন্ধ্যায় তিনটি ভিন্ন স্বাদের ছবি প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক:রামকৃষ্ণ মিশন গোলপার্কে র্অ্যামিউজিং সেন্টার ফর পারফর্মিং আর্টসের আয়োজনে এক সন্ধ্যায় তিনটি ভিন্ন স্বাদের ছবি প্রদর্শিত হল। তথ্যচিত্র “হাঁসপিঠা” (১৫ মিঃ), স্বল্প দৈর্ঘ্যের ছবি “পূজার ডায়রী” (২২ মিঃ), তথ্যচিত্র “অপেক্ষা” (৪ মিঃ) এদিন স্ক্রিনিং হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী তত্ত্বাততানন্দ,চিত্র পরিচালক প্রসেনজিৎ মল্লিক, চিত্র পরিচালক উজ্বল মিত্র, চিত্রকর পার্থ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

“হাঁসপিঠা” পূর্ব বর্ধমানের কোটা গ্রামে যেটা বলরামপুর ঘটনা ।আদিবাসীদের খাবার,সেই খাবারের রন্ধনপ্রণালী এটাই ছবির মূল বিষয়। আবহ সঙ্গীত তথা প্রযোজনায় সুমিত মুখোপাধ্যায়।

“পূজার ডায়রী” কর্পোরেট কালচারের জন্য আধুনিক প্রজন্মের ছেলে-মেয়েদের পারিবারিক অনুষ্ঠানের উপর দুর্গাপূজা।বাঙালির আবেগ অনুভূতি উঠে আসে এই ছবিতে। অভিনয় করেছেন বিক্রমাদিত্য সেনগুপ্ত, অঙ্গনা সূত্রধর, শতদ্রু মুখার্জী প্রমুখ।

“অপেক্ষা” করোনার প্রকপে দু বছর অন লাইনে চলেছে। বাড়ি থেকে বেরোতে পারেনি বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেনি।একটি মেয়ের ঘটনাকে কেন্দ্র করে, ছবির গল্পকে সাজিয়েছেন প্রসেনজিৎ মল্লিক।

১৯৯৭ সালে ৭ ই জুলাই তৈরি হয় অ্যামিউজিং সেন্টার ফর পারফর্মিং আর্টস সংস্থার কর্ণধার রাজনারায়ন ভট্টাচার্য্য জানালেন এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে নানা রকম কর্মসুচির প্রস্তাব নেওয়া হয়েছে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top