Close

প্রতিবেশী

সেখ হাসান ইমাম
(বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং সাহিত্যিক সেখ হাসান ইমাম)

এপাশেতে শ্মশান, ওপাশে গোরস্থান,
মাঝখানে স্থিত শুধু এক পুষ্করিনী;
ওর ঘোলা জলে সব — রান্না- বান্না- স্নান,
ঘাটেই গল্প জুড়ে দুপাড়ার গৃহিনী।

গভীর রাতের ঘুম ভেঙে খানখান,
‘হরিবোল’ ওঠে ধ্বনি এপাশে আঁধার;
ফেরেস্তা এসে কার কবজ্ করে জান –
ওপাশে তকবির আল্লাহু আকব‍র।

আগমনী সুরে সুরে ভাসে দুই পাশ,
ঈদের চাঁদ আকাশে জোশেতে সবাই;
বিজয়ায় আশ্লেষে অরূপ ও আনাস –
এপাশেতে চলে আসে ফিরনি- সিমাই‌।

সুখে দুখে মিলে যায় এপাশ – ওপাশ,
আঁধারের বুক চিরে আলোর আভাস।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top