Close

পরিবেশ দিবসে আকর্ষণীয় অনুষ্ঠান করছে অনুসন্ধান


নিজস্ব প্রতিনিধি:পরিবেশ দিবস উপলক্ষে শনিবার ৫ জুন ছাত্র-ছাত্রীদের নিয়ে রাজ্যজুড়ে আকর্ষণীয় অনুষ্ঠান করতে চলেছে অনুসন্ধান। করোনা আবহে ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে শিক্ষকদের এই সংগঠনটি গত বিজ্ঞান দিবসে আয়োজন করেছিল নানা ধরনের অনুষ্ঠান। তাতে বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এবং খুবই খুশি হয়। সেই কথা মাথায় রেখে পরিবেশ দিবসে আবার তাদের জন্য এই অনুষ্ঠান বলে জানান অনুসন্ধানের কর্মকর্তা বিশিষ্ট বিজ্ঞানী মতিয়ার রহমান খান। এবছর আন্তর্জাতিক পরিবেশ দিবসের থিম হল রেস্টোরেশন অফ ইকোসিস্টেম অর্থ ফিরিয়ে আনো সেই পরিবেশ। এই বিষয়কে সামনে রেখে এবার ছাত্র-ছাত্রীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা, স্লোগান বানাও প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা, ইন হাউস প্লান্টেশন অর্থাৎ বাড়ির ভেতর গাছ গাছালি তৈরিতে অনুপ্রেরণা দিতে এই বিষয়ে ফটো তুলে পাঠাও প্রতিযোগিতা। অনুসন্ধান এর পরিচালনায় এরকম নানা ধরনের প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ সরখেল। তিনি আরো জানান এদিনের অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছে পয়ষট্টি স্কুলের ছাত্র ছাত্রীরা। তাদের অনুপ্রেরণা দিতে প্রবীণ বিজ্ঞানী সমর বাগচী, পশ্চিমবঙ্গ বায়ো ডাইভারসিটি বোর্ড এর এক্স চেয়ারম্যান ড. অশোক কান্তি সান্যাল, বিশিষ্ট বিজ্ঞানী শৈবাল রায়, অধ্যাপক নিপম কুমার সাইকিয়া, অধ্যাপক শুভময় দাস সহ বহু স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top