Close

নববর্ষের উৎসব

নিজস্ব প্রতিনিধি:পহেলা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের উৎসব। এ সময় নতুন সূর্যকে প্রত্যক্ষ করতে উদ্যানের কোনো বৃহৎ বৃক্ষমূলে বা লেকের ধারে অতি প্রত্যূষে একত্রে সমবেত হয়। নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


ঠিক তেমনই আমেজ নিয়ে এল pac’d bag tours kolkata , সঙ্গীত, নৃত্য, শঙ্খধ্বনী ইত্যাদির মাধ্যমে নতুন বছরের সূর্যকে স্বাগত জানিয়ে, আগামী দিন রঙীন করে তোলার এ এক অভিনব কর্মসূচি।


পঞ্জিকা মতে, আজ ঠিক ভোর ৫টা ২১ মিনিটে শুরু হয় এই বর্ষবরন অনুষ্ঠান, প্রথমে শঙ্খধ্বনীর সাথে পুষ্পবৃষ্টি এবং তার পরে নাচ-গান, সবশেষে একে অপরকে মিষ্টিমুখ করে, শুভেচ্ছা সহকারে নতুন বছরের আরম্ভ করা হয়।
সমগ্র পরিচালনায় এবং ভাবনায় সুমেলী চক্রবর্তী,ভাস্বর পার্থ।pac’d Bag এর কর্নধার সুমেলীর কথায়, প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করে থাকেন,এইবছরের ভাবনায় বিশেষ অভিনবত্ব আছে।

নৃত্য পরিবেশনায় পিয়ালী চক্রবর্তী এবং তার ছাত্রছাত্রীরা।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top