Close

জয়জিৎ-এর প্রয়াস

জয়জিৎ ব্যানার্জী

By Ramiz Ali Ahmed

‘করোনা’ সমস্ত বিশ্বকে গ্রাস করে ফেলেছে। সারা পৃথিবীতে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ।দিশেহারা উন্নত চিকিৎসা বিজ্ঞানও।বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় বাড়িতে থাকা।তাই পৃথিবীর প্রায় সকল দেশই লকডাউন ঘোষণা করেছে।আমরাও লকডাউনের চতুর্থ দফার মুখে।লকডাউন সফল করতে সরকার,প্রশাসন বদ্ধপরিকর।নিজেদের ভালোর জন্যই তো বাড়িতে থাকা।কারণ আমরা বাড়িতে থাকলেই বাঁচবো আমারা,বাঁচবে সমাজ,বাঁচবে আমাদের এই পৃথিবী।বাড়িতে থাকুন সুস্থ থাকুন।ইতিমধ্যে বিনোদন জগতের বহু মানুষ বাড়ি থেকেই বানিয়ে ফেলেছেন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য,মানসিক ভাবে ঠিক থাকার জন্য বহু মোটিভেশনাল মিউজিক ভিডিও,বা শর্ট ফিল্ম।এখন বাড়িতে থাকা যেরকম প্রয়োজন,তেমনি চাই মানসিক শক্তি।

অভিনেতা জয়জিৎ ব্যানার্জী আমাদের প্রত্যেকের খুব প্রিয়।এহেন জয়জিৎ লকডাউনে মানুষকে বাড়িতে থাকার জন্য সামাজিক বার্তা নিয়ে বানিয়ে ফেলেছেন প্রায় মিনিট ছয়েকের ভিডিও।ভিডিওটির গল্প বুনেছেন,পরিচালনা করেছেন এবং অভিনয় করেছেন জয়জিৎ ব্যানার্জী।এছাড়া ভিডিওতে অভিনয়কারী অন্যান্যরা প্রত্যেকে তাদের নিজের নিজের বাড়িতে থেকে অভিনয় করেছেন।ভিডিওটিতে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু,উশশী রায়,সন্দীপ্তা সেন,যশোজিৎ ব্যানার্জী,গৌরব রায় চৌধুরীর মতো অভিনেতা অভিনেত্রীরা,শিলটন পাল,মেহতাব হোসেনের মতো ফুলবলাররা,রনদেব বোসের মতো ক্রিকেটার প্রমুখ।ভিডিওটি জয়জিৎ প্রকাশ করেছেন তাঁর ফেসবুক প্রোফাইলে।পাচ্ছেন প্রচুর প্রশংসা।জয়জিৎ-এর ভাবনা এবং নির্মাণ ভিডিওটির একটা আলাদা মাত্রা দিয়েছে।

রইলো ভিডিওটির লিঙ্ক

https://m.facebook.com/story.php?story_fbid=10222154771479345&id=1265344548?sfnsn=wiwspwa&extid=1lRHGrpZtbW93Vk2&d=w&vh=i

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top