Close

“কালো ! ..আমিও মানুষ!!” ছবির নামকরণ অনুষ্ঠান

✍️By Special Correspondent
“কালের কালিমা কোমরের কাছে কাঁদুক করুন কষ্ঠে, কলোকেলি কেন কৃষ্ণ কলিরা কাটায় কারাদণ্ডে ….”
আমরা সবাই প্রতিনিয়ত কোথাও না কোথাও না কোথাও এই ‘কথার ‘ কাঁটা তারে আটকে আছি নিজেদের অজান্তেই , সমাজের কিছু কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য। তবুও বিচার পাচ্ছি কি..? ন্যায়ের দেবী শুনছে কি..? আমারা ভুলে যাই কেটে গেলে রক্ত সবার ঝরে, কষ্ঠে চোখে জল সবার পরে, কালোর শেষে আলো মানুষ নিজেইও গড়ে। আমি ধর্মে কর্মে বর্ণে একজন মানুষ, এটাই আমার প্রথম পরিচয়।


উপরের লেখাগুলো সত্যিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কুসংস্কারের বেড়াজালে জড়িয়ে আমরা এখনো কতখানি পিছিয়ে আছি। ২৭শে সেপ্টেম্বর ’২২ কলকাতা প্রেস ক্লাবে ঋষিরাজ ফিল্ম প্রেজেন্ট , আদ্যাশ্রী মাহান্তি প্রোডাকশন ফিচার ফিল্মের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি “কালো ! ..আমিও মানুষ!!” এর নামকরণ অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী Mr. Arun Kumar Mohanty…Senior counsel Gr.- l, Govt. Of India at Calcutta High court. ,(Executive Producer) ADV. Kaberi Sengupta Mohanty ,(Producer) Mr. Rishieraj Ritambhar Mahanty. উপস্থিত ছিলেন Mr. Loknath Chatterjee state convenor bjp legal department. এছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক রত্নদীপ ঘোষ , চিত্র পরিচালক রূপাঞ্জন পাল এবং এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লেখিকা মন্দিরা মুখার্জি প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ণবৈষম্য থেকে মানুষকে সজাগ করাই এই ছবির মূল উদ্দেশ্য। এই ভিন্ন স্বাদের ছবি নিয়ে আশাবাদী উপস্থিত সকলের সঙ্গে আমরাও। অপেক্ষা শুধু শুটিং ফ্লোরে যাওয়ার। আমাদের শুভেচ্ছা শুভকামনা রইল সকলের জন্য।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top