Close

অনুষ্ঠান নয়,রবীন্দ্র জয়ন্তীতে বাড়ি থেকে বানানো মিউজিক ভিডিওর প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:গানের ভিতর দিয়ে জীবন দর্শন,উত্তরণের পথ খোঁজা এখন এই নেতিবাচক আবহাওয়া থেকে মুক্তির হয়তো এক অন্যতম পথ। সুরের মায়া জীবনে ছায়া জোগায়।সুরের আশ্রয়ে আমাদের মন আদ্র থাকে।অতিমারির এই নেতিবাচক পরিমণ্ডলে সুস্থ ভাবে বাঁচতে গেলে আমাদের মনের আরামের বেশ প্রয়োজন।

গানের ভিতর দিয়ে মুক্তির পথের খোঁজে বিশিষ্ট নৃত্যশিল্পী সুলগ্না রায় ভট্টাচার্য প্রকাশ করলেন নতুন মিউজিক ভিডিও।উপলক্ষ্য রবীন্দ্র জয়ন্তী।ইচ্ছা ছিল প্রথা মেনে নাচ-গানে দিনটি উদযাপন করার,কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব নয়।তাই ছাত্র-ছাত্রীদের নিয়ে বাড়ি থেকেই তৈরি হল নতুন মিউজিক ভিডিও “আমার মুক্তি আলোয় আলোয়”।এখনো পুর মাত্রায় লকডাউন শুরু হয়নি,কিন্তু গতবছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদের সাবধানতা অবলম্বন করার জন্য কোনো জমায়েত ছাড়াই নতুন এই মিউজিক ভিডিওটি তৈরি করলেন সুলগ্না রায় ভট্টাচার্য।


প্রায় দশজন মতো নৃত্যশিল্পী এই উদ্যোগে সামিল হয়েছেন।সুলগ্না জানালেন,”এখন সুরই সম্বল।মনকে ইতিবাচক কর্মে নিয়োজিত করার উদ্দেশ্যেই গানের ভিতর দিয়ে ভালো থাকার রসদ খুঁজছি।রবীন্দ্রসঙ্গীত সব সময়ই আমাদের আশ্রয়।এই দঃসময়ে দাঁড়িয়েও তাঁর গানেই মুক্তির অন্বেষণ।তাঁর সুরের মায়ায় এই কালোদিন কেটে আলোয় আলোকময় হোক সারা বিশ্ব।”আজ তাঁর জন্মদিনে বাড়ি থেকে বানানো মিউজিক ভিডিওর প্রকাশ ঘটলো সুলগ্না রায় ভট্টাচার্যের পরিকল্পনা এবং পরিচালনায়।”

এখানে রইলো মিউজিক ভিডিওটি

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top