Close

অতিমারীর কোপে ক্রিকেট এবং ফুটবল

কাকলী ত্রিপাঠি

আজকে আমার লেখার বিষয়,
ক্রিকেট ও ফুটবল।
ছক্কা কোথায় হারিয়ে গেছে,
কেউ দিচ্ছে না আজ গোল।
ছোট্ট ছেলে অধীর হয়ে,
প্রশ্ন করে মাকে-
গ্লাভস দু’খানি পড়বো কবে
বলোনা আমাকে?
অবুঝ হয়ে কান্না করে
বিকেল বেলা হলে,
খেলবো কবে আগের মতো
দাও না বাবা বলে?
শূন্য পড়ে সব স্টেডিয়াম,
কাঁদছে গ্যালারি
গোলপোস্টেও জং ধরেছে,
মাঠে নেই তো বাউন্ডারি।
বিষন্নতায় ভুগছে আজি,
রেফারি ও আম্পায়ার।
আনন্দেতে মাতবে দেশ,
মাঠে নামবে যেদিন সব প্লেয়ার।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top