Close

অঙ্গন বেলঘরিয়া প্রযোজনায় “মিথ্যের সত্যি কথা”

✍️কেকা আইচ

সম্প্রতি অঙ্গন বেলঘড়িয়া র নিজস্ব প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হলো তাদের নতুন নাটক “মিথ্যের সত্যি কথা”।”আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি,মন বাঁধিবি কেমনে ?”কোভিড বেঁধেছে অনেক কিছু- জীবন-জীবিকা, আচার-আচরণ,সামাজিকতা-আরোও বহু কিছু।কিন্তু শিল্পী মনকে বাঁধবে কী করে?শিল্পীরা মৃত্যঞ্জয়ী প্রাণ -মরেও মরে না।হিরোসিমায় পারমাণবিক বোমায় সব ভস্মীভূত হয়ে যাবার মাসখানেকর মধ্যে যেমন ইটের ফাঁকে বেড়ে ওঠা দুটি ঘাসের শিষ গিয়েছিলো জীবনের জয় গান:এভাবেও ফিরে আসা যায়, ঠিক তেমনি সর্বগ্রাসী অতিমারী কে প্রতিস্পর্ধ জানিয়ে বিভিন্ন প্রান্তে ছোটো ছোটো প্রচেষ্টায় প্রতিবন্ধকতা জয় করে নাট্য সৈনিকরা নাট্যপল্লব বিকশিত করে প্রমাণ করে দিচ্ছে -শেষ হয়েও হইলো নাতো শেষ ।থিয়েটারের মৃত্যু নেই ।এমনই এক অনির্বান নাট্যদল অঙ্গন বেলঘরিয়া।তারা সম্প্রতি নিজ মহলা কক্ষে জনা পঁচিশেক দর্শকের সামনে করোনার নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে মঞ্চস্থ করলো উজ্জ্বল চট্টোপাধ্যায় রচিত এবং অভি সেনগুপ্ত অভিনীত ও পরিচালিত অন্তরঙ্গ একক নাটক “মিথ্যের সত্যি কথা।” মহামারীর কারণে ভয়ের আবহে বন্ধ স্থায়ী-অস্থায়ী মঞ্চ:জল বিনে মাছ, আর মঞ্চ বিনে নাট্যকর্মী!কিন্তু প্যাটের ভিতর চরকা তো চলতেই থাকে।ভেসে থাকার উদ্দেশ্য খড়কুটোর মতো অন্য পেশায় কেউ কেউ ব্যর্থ প্রচেষ্টায় মানিয়ে নেবার চেষ্টা করেছে আপ্রাণ।কিন্তু অলক্ষ্যে চুপিসারে লকডাউনের মাঝে আর এক লকডাউন সক্রিয়।যা প্রতিবাদের ভাষা কে চিরতরে রোধ করার চেষ্টা করেছে।দীর্ঘ হয়েছে সেন্সরশিপের হাত।লক্ষনরেখা পেরোলেই রামরুপী রাবন হরণ করে নিয়ে যাবে আনন্দ তেলতুম্বে, সুধা ভরদ্বাজ বা এম এম কালবুর্গির মতো,বিচার হবে দেশদ্রোহিতার আইনে।কিংবা মায়ার জাদুদণ্ড ঘুরিয়ে চিরঘুমে শায়িত করা হবে গৌরী লঙ্কেশের মতো।পেটে ক্ষুধা, হাতে পায়ে বেড়ি।পিঠ তবু সয়।শিরদাঁড়া টানটান করে নাট্যকর্মীরাই বলতে পারে সব ছাড়লেও প্রতিবাদ করা ছাড়তে পারবো না।তাদের শিকল যত শক্ত হবে ততই বাঁধন টুটবে।এই বার্তাই দিয়ে যায় অঙ্গন বেলঘরিয়ার প্রযোজনা “মিথ্যের সত্যি কথা।”উজ্জ্বল চট্টোপাধ্যায়ের শক্তিশালী লেখনি, অভি সেনগুপ্তের অসাধারণ প্রয়োগ ও অভিনয়, সৌমেন চক্রবর্তীর অর্থবাহী আলোক সম্পাত, অশেষ কর্মকারের মুখোশের প্রয়োগ এবং তপন বিশ্বাসের আবহ প্রক্ষেপন সমগ্র প্রযোজনাটিকে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছে।এ পরিস্থিতিতে সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন-এ সময়ে কী নাটক করবো?তার উত্তর দিয়েছে অঙ্গন বেলঘরিয়া।এ সময় “মিথ্যের সত্যি কথা”র মতোই নাটক করবো।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top