Close

লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত

আনন্দ সংবাদ লাইভ: পূর্বাভাস ছিলই মতোই চতুর্থ দফার লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়। সোমবার, সপ্তাহের প্রথম দিন থেকেই লকডাউন ৪.০ কার্যকর হবে। তবে এই দফায় জোন ভিত্তিক বেশকিছু ছাড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে একটি চিঠি দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। ওই চিঠিতে সমস্ত রাজ্যকে লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।৩ মে থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছিল। তা আজ অর্থাৎ ১৭ মে শেষ হচ্ছে। চতুর্থ দফার লকডাউনের কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইমতো এদিন সন্ধ্যায় লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণার অপেক্ষা না করেই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেয় মহারাষ্ট্র ও তামিলনাড়ু। এর আগে দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ ২৯ মে পর্যন্ত বাড়িয়েছিল তেলেঙ্গানা।দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৮৭২। তবে এ পর্যন্ত মোট ৩৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top