Close

রবীন্দ্র নজরুল কবিতা ভালোবেসে

✍️মহুয়া বেগম


প্রত্যন্ত গ্রামের মেয়েটির বড়ো হওয়া

কষ্ট করে লেখাপড়ায় এগিয়ে যাওয়া

দীর্ঘপথ অনেক সময় ট্রেনে ও বাসে

কতসময় অপচয় হিসাব কে রাখে বেলা শেষে!

কত রকম ট্রেনিং তবে চাকরি পাওয়া

কত কোর্স শেষে একটি কর্মক্ষেত্রে যাওয়া

তবুও প্রতিবেশী এক হিংসুটে নারীর হিংসা

কর্মক্ষেত্রে সময় যায় তবুও কেন যে ঐ নারীর ঈর্ষা!

আশিক্ষিতা ঐ নারী জানে না শিক্ষার মর্ম।

তার স্বামী ব্যবসায় ধনী, ঐ মহিলা করেনা কোনো কর্ম।

শিক্ষিতা কর্মরতা নারীকে হিংসায় করে পীড়ন

আশিক্ষিতা ঐ প্রতিবেশীর এমনই কুৎসিৎ আচরণ।

কর্মরতা শিক্ষিতা নারীটি তবুও সুচেতনায়–

অবসরে রবীন্দ্র-নজরুল গানে কবিতায়।

জীবনে চলার পথে পেয়েছি দুঃখ, কষ্ট আর লড়াই।

তবুও রবীন্দ্র-নজরুল কবিতা গান নিয়ে ভালো থাকতে চাই।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top