Close

বিদ্যাসাগর স্মরণে

আনন্দ সংবাদ লাইভ :২৬ সেপ্টেম্বর,শনিবার কলেজ স্ট্রিট কফি হাউসের উপরে বই চিত্র সভাঘরে “নিষ্পলক” পত্রিকার ২য় সংখ্যা ” বিদ্যাসাগর ২০০” আত্মপ্রকাশ করল। এই উপলক্ষে অনুষ্ঠানে অসাধারণ একটি সংগীতানুষ্ঠান ও “অরণ্য পাখী” নামক একটি নাটিকা উপস্থাপন করলেন দুই শিল্পী ঋতদীপ ও লিসা। নাটকে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা কঠোর বাস্তবতার সাথে ফুটিয়ে তুলেছেন তাঁরা। এরপর মূল অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জিত শূর। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে “বিদ্যাসাগরের দর্শন ও ধর্মচিন্তা” বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট অধ্যাপক ও লেখক কনিষ্ক চৌধুরী। অসাধারণ বাগ্মিতায় তিনি বিদ্যাসাগরের দার্শনিক অবস্থান কে বিদ্যাসাগরের সময়ের সাপেক্ষে বিশ্লষণ করেন। এতদিন চলে আসা মূলধারার বিদ্যাসাগর চর্চার বাইরে এক বিকল্প বিদ্যাসাগর চর্চার সন্ধান দেন তিনি। এরপর আরেকটি স্বল্প চর্চিত বিষয় “ক্রীড়াভাবনায় বিদ্যাসাগর” বিষয়ে অভিনব বক্তব্য রাখেন রাখেন অধ্যাপক দেবাশিস মজুমদার। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত মনোজ্ঞ হয়ে ওঠে নিষ্পলক পত্রিকা গোষ্ঠীর সদস্য শিক্ষক সাহাবুল ইসলামের দক্ষ সঞ্চালনায়। করোনা আতঙ্কের মধ্যেও অনুষ্ঠানে উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য । ” এইরকম আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ আগামী দিনে নেওয়া হবে বলে জানান ‘নিষ্পলক’ সম্পাদক জগদীশ সর্দার।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top