Close

ফের বদলে গেল উচ্চ মাধ্যমিকের সূচি,দেখে নিন রুটিন

আলাপন রায় : ফের পাল্টানো হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি । ২৯ জুনের পরিবর্তে এবার পরীক্ষা শুরু হবে ২ জুলাই এবং বাকি পরীক্ষা নেওয়া হবে ৬ ও ৮ জুলাই । মঙ্গলবার নিজের ঘোষণায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তা জানান । এদিকে সংসদ জানিয়েছে পুরানো সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার হবে । ২ জুলাই নেওয়া হবে পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ৬ জুলাই নেওয়া হবে রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবি ও ফরাসি। ৮ জুলাই নেওয়া হবে স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট । এছাড়া করোনাভাইরাসকে মাথায় রেখে পরীক্ষা নেওয়ার সময় একাধিক বিধিনিষেধের কথা জানান শিক্ষামন্ত্রী । পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নিতে হবে । এছাড়া মাস্ক বা ফেস কভার পরে এবং স্যানিটাইজার নিয়ে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। । এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলো কীভাবে পরীক্ষা পরিচালনা করবে তার বিস্তারিত গাইড লাইন দেওয়া হবে সংসদের তরফ থেকে । যেহেতু অন্য সমস্ত বোর্ডের পরীক্ষা জুলাই মাসে হবে এবং তার সঙ্গে আমফানের জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তাই সব দিকে সামঞ্জস্য বজায় রাখতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । করোনা ভাইরাসের সংক্রমণ ও তার জেরে চলা লকডাউনের ফলে উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায় । বলাবাহুল্য শিক্ষামন্ত্রীর এই ঘোষণা ও সংসদ থেকে তা সুনিশ্চিত করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিক্ষার্থীরা ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top