Close

প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাশোসিয়েশনের পঞ্চম বার্ষিক জেলা সাধারণ সম্মেলন

✍️By Ramiz Ali Ahmed

প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাশোসিয়েশনের
পঞ্চম বার্ষিক জেলা সাধারণ সম্মেলন
হয়ে গেল ৬ ফেব্রুয়ারী শনিবার মহাজাতি সদন প্রেক্ষাগৃহে।প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাশোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ জানালেন,”কোভিড পরিস্থিতিতে অনলাইনে মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোভিড-কে আমরা পরাজিত করতে পারি যদি অ্যাকটিভিটির মধ্যে থাকতে পারি।সেক্ষেত্রে জানুয়ারির মধ্যেই ২২ টি জেলায় আমরা জেলার সাধারণ মিটিং করেছিলাম।
সেখান থেকে উৎসাহিত আমাদের এই মিটিং-এর সিদ্ধান্ত।”কোভিড পরিস্থিতিতেই এই দপ্তরে ২০০ জন নতুন ইঞ্জিনিয়ার যোগ দেয়।এটা সংগঠনের একটা স্বার্থকথা।যদিও তাদের টেকনিক্যাল ট্রেনিং সরকার এখনও দিয়ে দিয়ে উঠতে পারেনি।সেটা সংগঠনের একটা অন্যতম দাবি বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক।তবে নতুনদের জন্য সংগঠনের তরফ থেকে একটা উত্তরবঙ্গের মালদাতে এবং বর্ধমানের টাউন হলে টেকনিক্যাল মিটিং হয়েছে।এদিন সংগঠনের নিজস্ব ওয়েবসাইট www.pua.in এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।

ছবি: রাজেন বিশ্বাস

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top