NAS এর উদ্যোগে পরীক্ষা শিবির

0
60


নিজস্ব প্রতিনিধি:12 ই নভেম্বর শুক্রবার ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে টেস্ট (NAS) এর জন্য রাজ্যে তিন হাজারেরও বেশি স্কুলে তৃতীয়, পঞ্চম ,অষ্টম ও দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পরীক্ষা হয়ে গেল । এ ধরনের পরীক্ষা হুগলি জেলায় 139 স্কুলে সংগঠিত হয়।

হুগলী জেলায় উদ্যোগ নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের চুঁচুড়া শাখার প্রিন্সিপাল প্রদীপ্তা চ্যাটার্জি। হুগলি জেলার ধনিয়াখালি থানার হিরণ্যবাটীতে রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় এই ধরনের একটি পরীক্ষা সংঘটিত হল।

বিদ্যালয়ের সম্পাদক সাংবাদিক নৌশাদ মল্লিক এই পরীক্ষার অবজারভার শ্বেতা ঘোষ এর নিকট জানতে চাইলেন, এই পরীক্ষা দেওয়ার উপযোগিতা কি? উত্তরে শ্বেতা ম্যাডাম জানালেন, দীর্ঘদিন প্রায় দুই বছর ধরে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার কী অবস্থা রয়েছে- তার মূল্যায়ন করার জন্যই সারা ভারত বর্ষ জুড়ে এই ধরনের পরীক্ষা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here