Close

১লা ফেব্রুয়ারি থেকে বন্ধ রেশন সরবরাহ -প্রতিক্রিয়া হীন সরকারী দপ্তর

স্বর্ণালী ঘোষ

রেশন সরবরাহ ও ডিলারদের কমিশন নিয়ে বিগত কয়েক মাস ধরে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত ১৮ ই জানুয়ারি খাদ্য দপ্তরের সামনে প্রায় দশ হাজার ডিলার কে নিয়ে একটি গন ডেপুটেশন তৈরি হয়।কিন্তু সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা বা প্রশাসনিক বৈঠক হয় নি।এমতাবস্থায় অল বেংগল রেশন বাঁচাও যৌথ মোর্চা আগামী ফেব্রুয়ারি মাস থেকে রেশন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।তাদের বক্তব্য ‘খাদ্য দপ্তর চাইছে স্বচ্ছ গণ-বন্টন,কিন্তু তার জন্য যে পর্যাপ্ত কমিশন বা পরিকাঠামো দরকার হয়,তার জন্য কোন সহযোগিতা তারা প্রশাসন থেকে পাচ্ছেন না ‘।বার বার করে চিঠি দেওয়ার পরে ও প্রশাসন নিশ্চুপ।যেখানে মহারাষ্ট্র ২৫০ টাকা,গোয়া ২০০ টাকা,দিল্লি ২০০ টাকা,কেরালা ১৩০ টাকা ও মাসিক ১৮০০০ টাকা মাসিক ভাতা,ঝাড়খণ্ড ১০০ টাকা কুইন্টাল প্রতি কমিশন দিচ্ছে সেখানে পশ্চিমবঙে NATIONAL FOOD SECURITY ACT চালু করার পর ৮৭ টাকা কমিশন ধার্য হলেও মাত্র ৭০ টাকা দেওয়া হচ্ছে।করোনা পরিস্থিতিতে ও তারা রেশন সরবরাহ অব্যাহত রেখে নিজেদের আন্দোলন চালিয়ে গেছেন।তবুও সমস্যা র কোনো সুরাহা না হওয়ায় এবার তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।সাধারণ মানুষ বিপাকে পড়ুক এটা কখনোই কাম্য নয়।এবার দেখার পালা সরকার কি প্রতিক্রিয়া দেখায়??

ছবি:বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top