Close

সুন্দরবনে লক্ষাধিক ফলের গাছ লাগাচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

নিজস্ব প্রতিনিধি:বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে সুন্দরবন এলাকার জীববৈচিত্র্য রক্ষা করা, অন্যদিকে এ রাজ্যের সুন্দরবনকে সুন্দর উপবন করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাদের উদ্যোগে আমফানের ঝড়ের পর সুন্দরবন এলাকায় দু’লক্ষের বেশি নারকেল গাছ বসানো হয়েছে। এবার বন মহোৎসব উপলক্ষে আরো ২৫ হাজার ফলের গাছ বসানোর কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ।

রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় আজ ২৫০০০ আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, চালতা সহ বিভিন্ন গাছ সুন্দরবনের এলাকার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, এই ২৫০০০ গাছ ১৫ দিনের মধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বসানো হবে। এর পাশাপাশি সেই কাজ শেষ হলে বিগত এক বছরে রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় আরো  লক্ষাধিক ফলের গাছ বসানোর পরিকল্পনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ  বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top