Close

সুকীয়া স্ট্রীটের বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দির তাদের ১১৩ বর্ষের দুর্গা পূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার সুকীয়া স্ট্রীটের বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দির তাদের ১১৩ বর্ষের দুর্গা পূজার প্রস্তুতি খুঁটি পুজোর মাধ্যমে শুরু করে দিল। খুঁটি পুজোর ঐতিহ্য বহু প্রাচীন এবং এই আচারপালনের মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা হয়। পুজোর প্যান্ডেল তৈরী শুরুর শুভক্ষণ এই খুঁটিপুজো দিয়েই শুরু। মাসাধিককাল আগেই খুঁটিপুজো শারদোত্‍সবের আগমনী বার্তা ঘোষণা করে। ঢাকে কাঠি পড়ার এই শুভক্ষণ বাঙালীর প্রাণের উত্‍সবের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।
প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে রাজ্যের নানা প্রান্তের মোট ৪০ জন অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন ১০,০০০ টাকা করে মোট ৪,০০,০০০ টাকা অর্থমূল্যের স্কলারশিপ তুলে দিলেন উদ্যোক্তারা। এই স্কলারশিপ দেওয়া শুরু হয়েছিল ৫ জনকে দিয়ে আর আজকে সেটা ৪০ জনে পরিণত হয়েছে আশাকরি ভবিষ্যতে এটা আরো বাড়বে। তার মধ্যে একটি স্কলারশিপ উৎসর্গিত হলো আমাদের সকলের প্রিয় অকাল প্রয়াত চিত্র সাংবাদিক রনি রায় এবং তার সহধর্মিনী পিঙ্কি রায়ের স্মৃতি রক্ষার্থে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শশী পাঁজা,কুণাল ঘোষ,সঞ্জয় রায়,শিউলি রমানি গোমজ,রাজিব গোলচা,অনামিকা ঘোষ।
এই সুন্দর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শিবেন্দু আর প্রেমাঙ্কুর।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top