Close

শুরু হলো প: ব: বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা

✍️রাজকুমার দাস

সাহিত্য ও সংস্কৃতি র মেলবন্ধনে লেখক ও পাঠকের মাঝে এক সুচারু মেলবন্ধনের এক সেতু গড়ে তুলতে এই মেলা তার নিজস্ব কৃতিত্ব তৈরি করে চলেছে।লেখক তৈরির প্রথম ধাপে লিটল ম্যাগাজিন এ লিখে সাহিত্যের মাঝে অনেক লেখক আজ নামি দামি হয়েছে।তাই এই লেখক তৈরির আঁতুরঘর সকলের কাছে সাহিত্য সেবক হিসাবে সকলের কাছে অনেকটাই আপন।সেই জন্যই পঃ বঃ বাংলা একাডেমি আয়োজিত “সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা”-প্রতি বছরের ন্যায় এবছর একাডেমি চত্বরে উদ্বোধন হয়ে গেল।৩রা ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি এই মেলা চলবে।তিনশত লিটল ম্যাগাজিন ও প্রায় চারশো লেখক কবি এই মেলায় যোগদান করছেন।উদ্বোধন করেন আবুল বাশার ও রণজিৎ দাশ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু,ইন্দ্রনীল সেন,এদের পাশাপাশি ছিলেন কবি জয় গোস্বামী সহ অন্যান্য।কবিতা পাঠ,গল্প পাঠ,আলোচনা সভা প্রতিদিন হচ্ছে।উপস্থিত থাকছে নামি অনামি সাহিত্য প্রিয় কবি সম্পাদক ও পাঠক।যা নিয়ে বেশ জমজমাট এই মেলা,যা আগামী দিনে বাংলা তথা বাংলা ভাষার কলমের সৈনিকদের এগিয়ে যেতে এক নতুন দিগন্ত রূপে কাজ করবে তা বলাই চলে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top