Close

মিলন উৎসবের দ্বিতীয় দিন কেরিয়ার কাউন্সিলিং কাউন্টারে উপচে পড়েছে পড়ুয়াদের ভিড়

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম মিলন উৎসবের দ্বিতীয় দিন কেরিয়ার কাউন্সিলিং কাউন্টারে উপচে পড়েছে পড়ুয়াদের ভিড়। তাদের নিয়ে এসেছেন অভিভাবকেরা। লক্ষ্য ভবিষ্যতের দিশা পাওয়া। সপ্তম শ্রেণীর পড়ুয়া থেকে কলেজ পড়ুয়ারা জানতে চান তাঁদের সাফল্য আসতে পারে কোন দিকে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম এই কাজের দায়িত্ব দিয়েছে একটি বেসরকারি সংস্থাকে।
এ ছাড়াও, এ দিন মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে অন্যমাত্রায় পোঁছে দিয়েছে। আমামী কাল, বুধবার থেকে শুরু হচ্ছে জব ফেয়ার। বহু নামি-দামি সংস্থা যোগ দিয়েছে এই জব ফেয়ারে। তারা এখান থেক নিজেদের প্রতিষ্ঠানের জন্য বেছে নেবে কর্মী।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top