Close

বেলেঘাটা একতা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের সাথে রথ সাজানোর প্রতিযোগিতা

গোপাল দেবনাথ :   শুভ রথযাত্রা উপলক্ষে বেলেঘাটার বিধায়ক শ্রী পরেশ পালের অনুপ্রেরণায় এবং ৩৫ নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর শ্রী আশুতোষ দাস এর উৎসাহে ও এই মহতী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বীরেন দত্ত র ঐকান্তিক প্রচেষ্টায় বেলেঘাটা একতা সংঘে এক বিশাল স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই একতা সংঘ সারাবছর ধরেই মানব সেবায় নিয়োজিত থাকে। এই অনুষ্ঠান কেবলমাত্র রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বেলেঘাটার বাসিন্দাদের জন্য ছিল রথ সাজানোর প্রতিযোগিতা। বিশেষজ্ঞদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রথম বিজয়ী দশজন কে পুরস্কৃত করা হবে বলে জানালেন বীরেন দত্ত। এ ছাড়াও দুঃস্থদের মধ্যে বর্ষাকালের কথা ভেবে ছাতা বিতরণ করা হলো। সেই সাথে বহু মানুষের হাতে তুলে দেওয়া হলো কাপড়। এ ছাড়াও শিক্ষার্থীদের দেওয়া হলো খাতা। ১৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করলেন। পুরো অনুষ্ঠানটি করোনা অতিমারীর নিয়ম মেনেই সম্পন্ন হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বিধায়ক শ্রী অশোক দেব, বিধায়ক শ্রী পরেশ পাল, রাজ্যসভা সাংসদ শ্রী ঋতব্রত বন্দোপাধ্যায়, ৫০নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর শ্রীমতি মৌসুমী দে, ৩৫ নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর শ্রী আশুতোষ দাস, ফুটবলার শ্রী সুখেন সেনগুপ্ত, বর্ষীয়ান তৃণমূল নেতা শ্রী নৃপেন বোস, শ্রী স্বরাজ নস্কর সহ বিশিষ্ট গুণীজন। সান্ধ্যকালীন অনুষ্ঠানের সাথে আছে রথ যাত্রার লোভনীয় আইটেম গরম গরম জিলিপি ও পাঁপর ভাজা। এই অনুষ্ঠানে প্রায় ৫০০জন দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গেল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top