Close

বিধান শিশু উদ্যানে ‘প্রকৃতি পর্যবেক্ষণ’

মোল্লা জসিমউদ্দিন:শুক্রবার  সকাল এগারোটা থেকে বিকেল চারটে পযর্ন্ত বিধান শিশু উদ‍্যানে অনুষ্ঠিত হয়ে গেল একেবারে মাঠে ঘুরে ঘুরে গাছগাছালি চেনার মাধ্যমে “প্রকৃতি পর্যবেক্ষণ” শিক্ষার ক্লাস।

  Natural Trail-এর মাধ‍্যমে হাতেকলমে গাছপালা,মাটিসহ প্রকৃতি পরিচয়,গাছের পাতা ব‍্যবহার করে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের “ইকো সিস্টেম”-এর মডেল তৈরী করে ছাত্রছাত্রীরা।এদিন সকাল এগারোটায় বিধান শিশু উদ‍্যান এবং সায়েন্স কমিউনিকেটর্স ফোরাম -যৌথ উদ‍্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ড.কল‍্যাণ রুদ্র। বিধান শিশু উদ্যান এর সম্পাদক গৌতম তালুকদার মহাশয় জানিয়ে -‘ছাত্রছাত্রীদের জন‍্য আয়োজিত এই বিশেষ কর্মশালা পরিচালনা করেন ড.চৈতালী মুখার্জি,শ্রী অরূপ সেনগুপ্ত,ড.সীমা মুখার্জী এবং শ্রী অভিজিৎ বর্দ্ধন’। 

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top