Close

জাতীয় চিত্র প্রদর্শনী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:বি. এম ফাইনআর্ট এবং কালচারের উদ্যোগে আই.সি.সি.আর (ICCR) – এ ‘নন্দলাল বোস’ প্রদর্শনী কক্ষে ৩দিন ব্যাপী একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ১১০জন শিল্পী ও ২৫০টি চিত্র এবং আলোকচিত্র প্রদর্শিত করা হয়েছে । ১০’ই মার্চ বিকেল ৫টায় উদ্বোধন হয় এই প্রদর্শনী অনুষ্ঠানের ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন –

মাননীয় শ্রী অখিল চন্দ্র দাস (অধ্যাপক, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা )

মাননীয় শ্রী মুক্তিনাথ মন্ডল (অধ্যাপক, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রফট, কলকাতা )

মাননীয় শ্রী পৃথ্বীরাজ সেন (বিশ্ব খ্যাত লেখক, গীনিস বুক অফ রেকর্ড প্রাপ্ত লেখক )

মাননীয় শ্রী তন্ময় বিশ্বাস ( বিখ্যাত গায়ক,জি বাংলা ‘ সা-রে-গা-মা-পা ‘)

মাননীয় শ্রী শোভন কামিলা (অভিনেতা ও ভয়েস ওভার শিল্পী )

২য় দিনে বঙ্গ সংস্কৃতি গৌরব সম্মান ২০২১ এর সূচনা হল, বহুবিধ গুনিজন দের সম্মান জানানো হয় । ১২ই মার্চ অর্থাৎ অন্তিম দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রবির কৃষ্ণ দেব মহাশয় এবং তাদের উপস্থিতি তেই সম্মানিত করা হয় অংশগ্রহণকারী চিত্রশল্পীদের । সংস্থার কর্নধার শ্রী বিষ্ণু মাইতি জানিয়েছেন এখান থেকে সেরা ৫টি চিত্রশিল্প বিদেশের বুকে পাড়ি দেবে এবং এখানে বিক্রি হওয়া, চিত্র মূল্যের কিছুটা অংশ দুস্থ্য অসহায় মানুষের সহয়তায় প্রদান করা হবে । এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সবুজয়নের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সবুজায়নের লক্ষ্যে প্রত্যেকেই চারা গাছ বিতরন করা হয়েছে । এই সমগ্র অনুষ্ঠানটির মনমুগ্ধকর সঞ্চালনার ভূমিকায় ছিলেন – চিত্রশিল্পী অনির্বাণ পাল এবং ডালিয়া ভট্টাচার্য ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top