Close

কাল্পনিক

যুথিকা দাশগুপ্ত

তুমি আজ আমার
একটা অভ্যাসে পরিণত —
যার মূল্যায়ন করতে
আমি অপারগ,

চালচিত্রের সাযুজ্যতা
বারে বারে বদলায় তার রঙ —
আমি দেখি, চিনতে চেষ্টা করি
সেই অভ্যস্থ তুমিকে।

বহু পরিচয় এমন হয়
যা একটা ইতিবাচক সম্পর্কে
পরিণত হয় অজান্তে —–

হয়তো তুমিও সেই,
হয়তোবা নয় —
তাই কিছু চরিত্র
কাল্পনিক হয়।

কল্পনা-প্রবণ আমি,
এসে থমকে গেছি
বহুবার –বহুভাবে —-

নিজের কল্পনার রঙে
সাজিয়ে নিয়েছি তোমায়
মনের মতন করে,

কিছুটা অভাবে
কিছুটা স্বভাবে
আবার কিছুটা সহজাত ভাবে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top