Close

কঠিন সময়ের আহ্বান জোটবেঁধে রক্তদান

নিজস্ব প্রতিনিধি:অতিমারী পরিস্থিতির মধ্যে গ্রীষ্মকালীন প্রবল রক্তসঙ্কট মোকাবিলায় এবার একজোট হয়ে রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর কলকাতার সুকীয়া স্ট্রীট সংলগ্ন পাঁচটি ক্লাব সংগঠন বৃন্দাবন মাতৃ মন্দির ,আমরা সবাই ও হ্যাপি ক্লাব ,মিলন সমিতি (হৃষিকেশ পার্ক) ,বিদ্যাসাগর পার্ক মর্নিং ওয়াকার্স এসোসিয়েশন আর ফাইট ক্যান্সার ।

গত ১৩ইজুন বিশ্ব রক্তদাতা দিবসের প্রাক্কালে সুকীয়া স্ট্রিটের শ্রীমানী বাড়ির সম্মুখে শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ।

পরিবেশ সচেতনতার বার্তা দিতে রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় ।

এ ছাড়াও এই শিবিরে ৯১ জন মানুষের করোনা এন্টিবডি পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করা হয় ।সমগ্ৰ শিবিরটি ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুবীর গাঙ্গুলীর তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়।

রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ কুনাল ঘোষ , সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশান ফাউন্ডেশনের কর্নধার সঞ্জীব আচার্য, প্রাক্তন বিধায়ক এবং বোরো কোঅর্ডিনেটর স্মিতা বক্সী,প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী,পৌরমাতা মীনাক্ষী গুপ্ত সহ বিশিষ্টজন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top