Close

আজকের দিনে –

আজকের দিনে :- !১৯/৮/১৯১৮খ্রিস্টাব্দে ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি শংকর দায়াল শর্মা জন্মগ্রহণ করেন ।১৯/৮/১৬৬২কৃষ্ণ ফরাসি বিজ্ঞানী পাস্কাল প্রয়াত হন ।১৯/৮/১৯০৫খ্রিস্টাব্দে লর্ড কার্জনের পদত্যাগপত্র গ্রহণ করেন ।১৯/৮/১৯৩৯খ্রিস্টাব্দে সাধনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।১৯/৮/১৯৪৪খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজধানী প্যারিসে নাৎসি প্রধান হিটলার এর হাত থেকে মুক্ত হয় !১৯/৮/১৯৯৩অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত প্রয়াত হন ।১৯/৮/১৯৯৪. খ্রিস্টাব্দে বিজ্ঞানী কার্ল পাউলিং প্রয়াত হন ।১৯/৮/১৯৭৯খ্রিস্টাব্দে ভারতীয় কৃত্রিম উপগ্রহ রোহিণী ১ উৎক্ষেপণ করা হয় ।১৯/৮/১৯১৯খ্রিস্টাব্দেআফগানস্থান ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে ।১৯/৮/১৯০০খ্রিস্টাব্দে প্রখ্যাত ঐতিহাসিক সুশোভন সরকার জন্মগ্রহণ করেন ।১৯/৮/১৯৯৬খ্রিস্টাব্দে প্রস্তুতকারক ও তথ্যচিত্র নির্মাণ এর পথিকৃৎ হরিসাধন দাশগুপ্ত প্রয়াত হন ।১৯/৮/১৮৬১খ্রিস্টাব্দে আল্পস পর্বতমালার পঞ্চম পর্বত শৃঙ্গ ওয়েস্টার্ন এ প্রথম পা রাখেন 29 বছর বয়সী পদার্থবিদ জন টিপ ডাল ।১৯/৮/১৯০৭লেখক হাজারী প্রসাদ ত্রিবেদী জন্ম হয় ।১৯/৮/১৯৪৫খ্রিস্টাব্দে হো চি মিনের নেতৃত্বে ভিয়েত মিন বাহিনী ভিয়েতনামের হ্যানয় দখল করে ।১৯/৮/১৯৪৬আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের জন্ম হয়। ।।

– মালদা, নজরুল ইসলাম

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top