Close

আকাশ অজানা তবু…

আনন্দ সংবাদ লাইভ :কোভিড ১৯ এর মতো একটি অতিমারি সময়ে লা পেলিকিউলা মোশন পিকচার্স এবং প্রযোজক অয়নজিত সেনের যৌথ উদ্যোগে অনন্য ভাবনার একটি ক্লাউড সর্ট ফিল্ম আসতে চলেছে। বিবিসি পুরস্কার,দাদাসাহেব ফিল্ম এবং আরও কয়েকটি পুরস্কারে অভিষিক্ত ওয়ার্ল্ড পারকাশনিষ্ট অভিষেক বসু এই গল্পটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার কাজটি করেছেন।কবি আলো বসুর লেখা দাম্পত্যের টানা পোড়েনের এই গল্পটিতে অর্জুন আর পাখির মাঝখানে রাগিনী বেজেছে বেসুরে। অর্জুনের মারণ রোগ অবশেষে দুটি জীবনকে কি সুরে বাজাবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে ‘আকাশ অজানা তবু’। ছবিটিতে সুর সঞ্চার করেছেন অভিষেক নিজে ও অভীক গাঙ্গুলি। প্রখ্যাত পোশাক পরিকল্পক তেজস গান্ধী এই ছবির সহ পরিচালক । অভিনেতা ফৈয়জ খান অর্জুনের ভূমিকায়, সঞ্চারী দত্ত পাখি এবং অমৃতা হালদারকে রাগিনীর ভূমিকায় দেখা যাবে। সঞ্চারী এই ছবিতে ক্যামেরার কাজেও সাহায্য করেছেন। এডিটিং এবং পোস্ট প্রডাকশনের কাজটি করেছেন শুভাশিস মন্ডল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top