Close

সাংস্কৃতির মেলবন্ধন সরস্বতী নাট্যোৎসব-এ

নিজস্ব প্রতিনিধি:নাট্যচর্চায় নিমগ্ন বাংলার একটি নাট্যদল নেতাজীনগর সরস্বতী নাট্যশালা । প্রয়াত নাট্যব্যক্তিত্ব শ্রী রমাপ্রসাদ বণিক এই দলের নামকরণ করেছিলেন । এই দলের প্রথম প্রযোজনা ” মহাপৃথিবী ” । আজ পর্যন্ত এই নাটকের ৪৩ টি শো প্রদর্শন হয়েছে । নাটকটির নির্দেশনা ও একক অভিনয়ে ‘ জয়েশ ল ‘ । এরপর ” আধারের ধূপছায়া “, ” প্রতিবিম্ব ” ও বর্তমান প্রযোজনা ” বিবেকনামা ” পরপর নাটকগুলি দর্শকদের প্রশংসা ধন্য হয়েছে । বলাবাহুল্য প্রত্যেক কটা নাটকের নির্দেশনার দায়িত্ব সামলেছেন ‘ জয়েশ ল ‘ । নতুন নাটক ” অনিকেত ” প্রস্তুতির পথে । দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন নাট্যচর্চার পাশাপাশি প্রতি বছর আমরা নাট্য আলোচনা সভার আয়োজন করে থাকি । সরস্বতী নাট্যশালার একটি বৃহৎ পদক্ষেপ তাদের দ্বারা আয়োজিত নাটকের উৎসব । যা ” সরস্বতী নাট্যোৎসব ” নামে খ্যাত । প্রতি বছর এই উৎসবে থিয়েটারের সঙ্গে যুক্ত কোন এক গুণী ব্যক্তিকে সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করা হয় । কলকাতা সহ বহু জেলার নাটকের দল তাদের দলের নাটক নিয়ে নাট্যোৎসবে অংশগ্রহণ করেছেন । ২০২০ তে তাদের নাট্যোৎসব চতুর্থবর্ষে পদার্পণ করল । চতুর্থবর্ষের নাট্যোৎসবকে তারা চারটি পর্যায়ে বিভক্ত করেছেন । প্রথম পর্যায় ৩১ শে ডিসেম্বর ২০২০ কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে অনুষ্ঠিত হয়ে গিয়েছে । এই নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় ১৪ ই ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ” অমল আলো ” মঞ্চে অনুষ্ঠিত হবে । এদিন সন্ধ্যা ৬ টায় অঙ্গন বেলঘরিয়া প্রযোজিত ” ফিরে পাওয়া ” এবং সন্ধ্যা ৭-৩০ মিনিটে সবুজ সাংস্কৃতিক কেন্দ্র প্রযোজিত ” বৃষ্টি ” নাটক অভিনীত হবে ।
এই নাট্যোৎসবের তৃতীয় পর্যায় ২১ শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হবে । এদিন সন্ধ্যা ৬ টায় অশোকনগর নাট্যমুখ প্রযোজিত ” গান্ধারী ” এবং সন্ধ্যা ৭-৩০ মিনিটে উদীচী গোবরডাঙার ” উড়োমেঘ ” নাটকটি অভিনীত হবে । এই নাট্যোৎসবের চতুর্থ ও শেষ পর্যায় অনুষ্ঠিত হবে ৯ ও ১০ ই মার্চ কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে ।।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top