Close

সাংবাদিকদের সংবিধান প্রদত্ত অধিকারের পক্ষে সওয়াল প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির

✍️মোল্লা জসিমউদ্দিন

রবিবার বর্ধমান শহরে টাউনহল ঘরে একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’।  এই কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে ছিল কুড়ির বেশি সংবাদমাধ্যম। রবিবার সকাল এগারোটা সময় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন উদ্বোধক তথা কলকাতা হাইকোর্টের  প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি সাহেব। প্রধান অতিথি হিসাবে ছিলেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পদাধিকারী তথা কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল। বিশিষ্ট অতিথিদের মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, দৈনিক স্টেটসম্যান কাগজের সম্পাদক শেখর সেনগুপ্ত, আইজেএর সম্পাদক দেবাশিস দাস, মেমারি বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান পুরসভার উপ পুরপ্রশাসক আইনুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ায়েজুল হক প্রমুখ। নিবেদিতা সাহা এবং সমর্পিতা সাহার উদ্বোধনী সঙ্গীত সবার মন কাড়ে।এরপর উদ্বোধক তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সংবিধান প্রদত্ত অধিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য কর্মশালায় আগত সাংবাদিকদের অনেক কিছু জানার পথ দেখায়। কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল সাংবাদিকদের প্রাণ হাতে নিয়ে নির্ভীক সাংবাদিকতার পক্ষে সওয়াল করেন।রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান আন্তজার্তিক সংবাদ পরিবেশনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা শেয়ার করেন উপস্থিতদের মধ্যে।দৈনিক স্টেটসম্যান কাগজের সম্পাদক শেখর সেনগুপ্ত বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবর পরিবেশনে সাময়িক ভূমিকা থাকলেও ইতিহাস গড়তে প্রিন্ট মিডিয়ার ভূমিকা গুরত্বপূর্ণ বলে জানান। এরপর আধুনিক গান ও লোকসঙ্গীত শুনিয়ে সবার মন জয় করে নেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দোলা ব্যানার্জী। জিমনাস্টিক গৌতমী দাস হিন্দি গানের তালে অসাধারণ জিমনেসিয়াম পরিবেশন করে থাকে।পাশাপাশি এক সর্বভারতীয় ইংরেজি দৈনিক কাগজের সাংবাদিক মহম্মদ আসিফ উর্দু শায়েরী শোনান।কলকাতার এক নিউজ চ্যানেলের বর্ষীয়ান প্রতিবেদক উত্তাল ঘোষ ফেক নিউজ সহ সংবাদমাধ্যমে সোশাল মিডিয়ার ভূমিকা নিয়ে গুরত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।কলকাতা হাইকোর্টের সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল সাংবাদিকদের প্রেস আইন নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকেন।সিটি সেশন কোর্টের আইনজীবী অলোক কুমার দাস, বর্ধমান জেলা আদালতের আইনজীবী সঞ্জয় ঘোষ সংবিধান প্রদত্ত সাংবাদিকদের আইনী অধিকার ও প্রেস কাউন্সিলের অবস্থান নিয়ে তথ্য দেন সভায় আগত সাংবাদিকদের কে।প্রতিবছর ৩ রা পূর্ব বর্ধমান জেলার  মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের  জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার আয়োজন হয়ে আসছে।এবার সর্বপ্রথম  ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র পরিচালনায় হলো একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।  রবিবার সকাল এগারো  টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধমান শহরে টাউনহল ঘরে এই প্রশিক্ষণ কর্মশালাটি হলো।এই কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে ছিল কুড়ির বেশি পত্রিকা ( দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকা) পাশাপাশি অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল রয়েছে । এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া পার্টনার হিসাবে ২৪ টি মিডিয়া কর্তৃপক্ষ রয়েছে বলে জানা গেছে । এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শাহিদুল্লা মুন্সি সাহেব। প্রধান অতিথি হিসাবে ছিলেন  রাজ্যের এজিপি ( কলকাতা হাইকোর্ট) আনসার মন্ডল। বিশিষ্ ট অতিথি হিসাবে  মধুসূদন ভট্টাচার্য ( চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ), অলোক মাঝি ( বিধায়ক, জামালপুর), আইনুল হক ( উপ পুরপ্রশাসক, বর্ধমান পুরসভা),  শেখর সেনগুপ্ত ( সম্পাদক, দৈনিক স্টেটসম্যান),  আহমদ হাসান ইমরান ( সম্পাদক,  পূবের কলম),  দেবাশিস দাস ( সম্পাদক, আইজেএ),  প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় ( সাধারণ সম্পাদক, বর্ধমান সহযোদ্ধা), বিশ্বনাথ রায় ( সদস্য, জেলাপরিষদ), অপার্থিব ইসলাম ( সদস্য, জেলা পরিষদ)  প্রমুখ। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মন্ডলীতে ছিলেন , রানা সেনগুপ্ত, উত্তাল ঘোষ, প্রবীর চট্টপাধ্যায়, পার্থ চৌধুরী, , মুকুল রহমান, সুবল সাহা, গোপাল দেবনাথ, খায়রুল আনাম, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, পরেশ ঘোষ, অরুপ লাহা,অরুণ অধিকারী, আমিনুর রহমান, সুরজিৎ ঘোষ হাজরা প্রমুখ। আইনী প্রশিক্ষক হিসাবে ছিলেন বৈদূর্য ঘোষাল ( কলকাতা হাইকোর্ট),  অলোক কুমার দাস ( সিটি সেশন কোর্ট), সঞ্জয় ঘোষ ( বর্ধমান কোর্ট) প্রমুখ। বর্ধমান শহরে টাউনহল ঘরে এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনায় ছিলেন জগন্নাথ ভৌমিক, সেখ সামসুদ্দিন, শফিকুল ইসলামদের মত সাংবাদিকরা। আয়োজক সংগঠন অর্থাৎ ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’ তরফে মোল্লা জসিমউদ্দিন, সোমনাথ ভট্টাচার্য, সেখ নিজাম আলম, সাধন মন্ডল,সুভাষ মজুমদার, জ্যোতিপ্রকাশ মুখার্জি  প্রমুখ ছিলেন। এই কর্মশালায় অংশগ্রহণ করতে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ কলকাতা থেকে দুশো মত সাংবাদিকরা এসেছিলেন  বলে জানা গেছে।  মফস্বল সাংবাদিকতা থেকে মহানগরীয় সাংবাদিকতা পাশাপাশি জনসংযোগ, সংবাদ আইন, ডিজিটাল জার্নালিজম প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষক মন্ডলীর সদস্যরা।মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন পালন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার খ্যাতি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।দীর্ঘ বারো বছর ধরে সাংবাদিক তথা কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের নিরন্তর প্রচেষ্টায় এই কর্মকাণ্ড হয়ে আসছে।এবার তাতে নবতম সংযোজন একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ। ইতিমধ্যেই জেলা এবং মহানগরীয় সাংবাদিকতার সাথে যুক্ত  সর্বপরি যাঁদের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ধরে। তাঁরা এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় নিজেদের নানান অভিজ্ঞতা জানালেন নবীন সাংবাদিকদের কাছে। আবার সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সহ নিম্ন আদালতের বর্ষীয়ান আইনজীবীরা মামলা মোকাদ্দমার নানান ইতিহাস বিশেষত সাংবাদিকতা সংক্রান্ত তা বিস্তারিত জানান প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের কে।আগামী বছর ঠিক।এইরকম সময়ে আবার এই ধরনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে বলে জানা গেছে। 

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top