Close

“লড়াই” দেবে কঠিন সময়ে এক মূল্যবান সামাজিক বার্তা

আলাপন রায়: খুব শীঘ্রই আসতে চলেছে পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরীর শর্ট ফিল্ম “লড়াই”। প্রাণঘাতী করোনার মারণ প্রভাব সম্পর্কে জনসাধারণকে ওকিবহল করবে এই দশ মিনিটের ছবিটি। গল্পের মুখ্য চরিত্রে আছে নন্দিনী,যিনি রূপ ও গুণের এক নিদারুন নিদর্শন। তিনি ভিডিও কলে এক বন্ধুকে রক্তকরবীর একটি গান শোনাতে মত্ত। অন্যদিকে নন্দিনীর স্বামী, রাজ বাড়ী থেকে অফিসের কাজ সামলাতে ব্যস্ত। এছাড়া গল্পে আছে নন্দিনীর বড় ভাই,যে লকডাউনে চাকরি হারিয়ে সংসার চালাতে নিজের এলাকায় ফল বিক্রি করতে বাধ্য হয়েছে। মূলত নন্দিনীর জীবনে লড়াই ছবিতে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। গল্পে আর ও নানা সমাজচিত্র দেখানো হয়েছে। অন্যান্য চরিত্রে দেখা গিয়েছে- নীল ভট্টাচার্য, তথাগত চৌধুরী, অমৃতা মল্লিক, বিষ্ণু শর্মা, সাগ্নিক অধিকারী ।গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনায় স্বয়ং অনন্যা ভঞ্জ চৌধুরী।  কালার সংশোধন, সম্পাদনা, সাউন্ড, ডিজাইনিং নজর দিয়েছেন সায়ন্তন অধিকারী। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন নবকুমার অধিকারী। লুক সুন্দর করেছেন সন্দীপ জয়সওয়াল। মোবাইল ফোনে শুট করা হয়েছে এই ছবিটি।পরিচালকের কথায়, “লড়াই একটি জিরো বাজেটের ছবি। ঘরে বসে ফোনে ভিডিও কল কিংবা কনফারেন্সে নির্দেশনা দেওয়া একটু কষ্টসাধ্য বিষয়। আশা করছি কোনোরকমে আমি তা সঠিকভাবে সম্পূর্ণ করতে পেরেছি। ছবিতে বর্তমান দুনিয়ায় এক মূল্যবান সামাজিক বার্তা রয়েছে যেটা দর্শকদের কাছে পৌঁছে দিতে না পারলে এর কোনো গুরুত্ব থাকবে না। ছবির প্রযোজনায় এ বি সি এন্টারটেইনমেন্ট। খুব শীঘ্রই এদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে স্বল্প দৈর্ঘের ছবি ‘লড়াই’।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top