Close

মানুষের কল্যাণে অভিষেক বন্দ্যোপাধ্যায়

✍️ফারুক আহমেদ

সর্বদা মানুষের কল্যাণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিবেদিত-প্রাণ হয়েই কাজ করছেন। ঝড়, বৃষ্টি, তুফান, প্রাকৃতিক বিপর্যয় থেকে করোনা পরিস্থিতি এই লকডাউনেও তিনি বাংলার সাধারণ মানুষের মনে বড় ভরসা হয়ে এগিয়ে এলেন। সাহায্য ও ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে লিখেছেন, বুধবার ২ জুন ২০২১ “আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ও উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি সংলগ্ন এলাকায় বিপর্যয় কবলিত প্রত্যন্ত অঞ্চলগুলি জলপথে পরিদর্শন করলাম এবং পাথরপ্রতিমায় ত্রাণ শিবিরে আশ্রিত দুর্গতদের সাথে বার্তা বিনিময় করলাম। ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পরে সন্দেশখালিতে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার আগামীদিনে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিকও দুর্গতদের পাশে থাকার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাভাবিক ছন্দে ফিরবে বাংলা।”

বাংলা জুড়ে সুশাসন প্রতিষ্ঠা করতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় পর্বে মানুষের আর্শীবাদ পেয়েছেন। বিভেদকামী শক্তির পতন সুনিশ্চিত করতে ভারতকে রাস্তা দেখাতে এগিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার সুনিশ্চিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করেছেন। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করতে প্রচার করেছেন। সংগঠনকে মজবুত করেছেন। তাঁর নেতৃত্বে বাংলার মানুষ নতুন করে আশার আলো দেখছেন। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়ই বাংলার মানুষের পাশে আছেন সুখে দুঃখে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top