Close

মাদ্রাসায় ৯ম স্থানাধীকারি আব্দুল জব্বার পাইক ডাক্তার হতে চায়

আব্বা আম্মার সঙ্গে আব্দুল জব্বার পাইক

আনন্দ সংবাদ লাইভ :মাধ্যমিকের রেজাল্টের পরের দিনই প্রকাশিত হল মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা,আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল।দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত মাদারপাড়া সিদ্দিকিয়া নুরিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় রাজ্যের ৯ম স্থান অধিকার করলো ঢোলা গ্রামের আব্দুল জব্বার পাইক।মাদারপাড়া সিদ্দিকিয়া নুরিয়া সিনিয়র মাদ্রাসাটি এলাকার সম্মানীয় ব্যক্তি মরহুম ফকির সাহেব রহমাতুল্লা আলাইহি-র প্রতিষ্ঠান।৯০০-এর মধ্যে জব্বারের প্রাপ্ত নম্বর ৭৮৪ ।জব্বারের আব্বা সাহাজামাল পাইক পেশায় কৃষক।আম্মা সুপিয়া বিবি গৃহবধূ।কিন্তু জব্বারের পড়াশুনার দিকে কোনোরকম তাঁরা খামতি রাখেননি।

সপরিবারে আব্দুল জব্বার পাইক

তিন ভাই দুই বোনের মধ্যে জব্বার সবথেকে ছোট।বাড়ির ছোট তাই সকলের বড্ড প্রিয়।জব্বার কথা প্রসঙ্গে জানাল,”আমার এই সাফল্যে বাড়ির প্রত্যেকে খুব খুশি,খুশি স্কুলের শিক্ষকরা।স্কুলের শিক্ষকরা আমাদের খুব ভালো করে গাইড করেন।বিশেষ করে প্রধান শিক্ষক ইস্রাফিল মোল্লা সাহেব আমাদের পড়াশুনার প্রতি সবসময় খেয়াল রাখেন।আর বাড়িতে আম্মাও ছোট থেকে খুব গাইড করেন।” জব্বার ইতিমধ্যে তার হাফেজ ডিগ্রিও কমপ্লিট করে ফেলেছে।ভবিষ্যতে জব্বার ডাক্তার হতে চান এবং নিজের গ্রামে সাধারণ মানুষের চিকিৎসা করতে চান।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top