Close

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে পৌঁছলেন

সৌরভ দত্ত : গুরুতর শ্বাসকষ্ট নিয়ে আজ দুপুরে আচমকা হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। খবর পেয়ে বিকেলেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই বনগাঁয় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। তা সেরে বিকেলের দিকে নবান্নে ঢোকেন তিনি। কিছুক্ষণ থেকেই বেরিয়ে পড়েন উডল্যান্ডস হাসপাতালের উদ্দেশে। সেখানে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। বুদ্ধবাবুর মেয়ে সুচেতনার পিঠে হাত রেখে তাঁকে আশ্বস্তও করেন মুখ্যমন্ত্রী। বলেন, “উনি খুব কষ্ট পাচ্ছেন, আমরা দেখলাম। উনি দ্রুত সেরে উঠুন।”
দুপুর সওয়া দুটো নাগাদ হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধবাবুকে। বিকেলে মুখ্যমন্ত্রী দেখা করার পরে, উডল্যান্ডস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুদ্ধবাবুর জন্য ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, তা আরও বড় করা হবে।
উডল্যান্ডস নাসিংহোম সিইও রূপালী বসু জানান, এই মুহূর্তে আই সি ইউ তে সংজ্ঞাহীন অবস্হায় ভেন্টিলেশনে আছেন ।
কোভিড টেস্ট নেগেটিভ ।
অক্সিজেনের পরিমাণ এখন ৯০।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top