Close

নৃত্য কর্মশালা

নিজস্ব প্রতিনিধি:নৃত্যাঙ্গন নৃত্যকলা মন্দির ওড়িশি নৃত্যের কর্মশালার আয়োজন করেছিল রূপনারায়ণপুরে(চিত্তরঞ্জন)। নৃতাঙ্গন নৃত্যকলা মন্দিরের কর্ণধার শ্রী সন্দীপ দত্ত চৌধুরী তাঁর শিষ্যদের ওড়িশি নৃত্যের সামগ্রিক জ্ঞান দান করার জন্য এই নৃত্য কর্মশালার আয়োজন করেন ।শ্রী সন্দীপ দত্ত চৌধুরী কলকাতা থেকে ওড়িশি নৃত্যের প্রথিতযশা নৃত্যশিল্পী ও নৃত্যগুরু শ্রী রাজীব ভট্টাচার্যকে আমন্ত্রণ করেন ।এই নৃত্য কর্মশালায় শিক্ষা দানের জন্য ।রাজীব ভট্টাচার্য গুরু শ্রী কেলুচরণ মহাপাত্র এবং শ্রী রতিকান্ত মহাপাত্রের একনিষ্ঠ শিষ্য। তিনি দূরদর্শন কেন্দ্র (দিল্লি) এর টপ গ্রেড আর্টিস্ট। এছাড়াও উনি বিভিন্ন সম্মান অর্জন করেছেন। শ্রী রাজিব ভট্টাচার্যের তত্ত্বাবধানে ওড়িশি নৃত্যের কর্মশালায় ছাত্র-ছাত্রীরা প্রবাদপ্রতিম গুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের ঘরানার একটি সম্যকধারণার জ্ঞান লাভ করে । ছাত্র-ছাত্রীরা এই তিন দিনের ওড়িশি নৃত্যের কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে এবং ওড়িশি নৃত্যের শিক্ষা লাভ করতে পেরে খুবই খুশি। ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকেরা পরবর্তী এইরকম একটি সুন্দর ওড়িশি নৃত্যের কর্মশালার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top