Close

নিট-এর মোটিভেশন ক্লাস

আনন্দ সংবাদ লাইভ:ক্লাসের নাম দিয়েছিলেন তাঁরা, অন্তরে যে শক্তি আছে। এবছরের উচ্চ মাধ্যমিকের বাকি দুটি পরীক্ষা এবং মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট-এর যারা প্রস্তুতি নিচ্ছে তাদের নিয়ে অভিনব এক মোটিভেশন ক্লাসের রাস্তা দেখিয়ে দিল স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। আজ রবিবার তাঁরা অনলাইনে এই ক্লাসের আয়োজন করেছিল। রাজ্যের বিভিন্ন জেলার দুশো ছাত্র-ছাত্রীদের নিয়ে স্যান্ডফোর্ড গত দশ দিন ধরে অনলাইনে বিশেষ ক্লাস ও পরীক্ষার বন্দোবস্ত করে। আজ রবিবার ছিল তার শেষ দিন। এদিনের মোটিভেশন ক্লাস নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তো বটেই উৎসাহের অন্ত ছিল না অভিভাবকদের মধ্যেও। প্রখ্যাত মনোবিদ অধ্যাপক গৌতম বন্দ্যোপাধ্যায় ছিলেন এদিনের আকর্ষনের কেন্দ্রবিন্দু। তিনি সমাজের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদেরকে কিছু করার তাগিদ নিয়ে এগিয়ে আসার ব্যাপারে মনোবল যোগান।তিনি বলেন জীবনে প্রতিটি অবস্থার জন্য প্রস্তুত যারা থাকতে পারে তারাই টিকে থাকে। এই অনিশ্চয়তার দিনগুলিতেও যারা নিজেদের প্রস্তুত করার ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তিনি তাদের উৎসাহিত করেন। তিনি বলেন১৮৬৫ সাল নাগাদ মহামারীর কারণে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেড় বছর পঠন-পাঠন বন্ধ রাখতে হয়। সেই সময়ে বিজ্ঞানী নিউটন তাঁর কতগুলি যুগান্তকারী আবিষ্কার করেন। অতএব এটাকে অভিশাপ না ধরে আশির্বাদ স্বরূপ আমাদের ছাত্রছাত্রীরা নিতে পারে। এই পরিস্থিতিতে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি । এ দিনের ক্লাসে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রহিম খান, জসিম উদ্দিন মন্ডল, ড. ফারুক আহমেদ, ড. ফিরদৌস আহমেদ, পান্থ মল্লিক, আনিশ পারভেজ, রামিজ আহমেদ। সমগ্র অনুুুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়ীমুল হক।বিনা
খরচে রাজ্যের প্রায় প্রতিটি জেলার ছাত্র-ছাত্রী স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এই পরিষেবা গ্রহণ করে বলে জানান অ্যাকাডেমির টেকনিক্যাল এডিটর আনিস পারভেজ ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top