Close

ক্যানভাসে রঙ তুলির ছোঁওয়ায় জীবনের ছন্দে ফেরার উদ্যোগ সুরজিৎ বেরার

নিজস্ব প্রতিনিধি:আকাডেমি অফ ফাইন আর্টস এর নিউ সাউথ গ্যালারিতে শুরু হল সুরজিৎ বেরা এর একক চিত্র প্রদর্শনী।চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। সুরজিৎ গ্রামেই বড় হয়েছেন।তাই তাঁর আঁকার মধ্যে ফুটে উঠেছে গ্রামের নানা টুকরো মুহূর্ত।নানা আকারের ক্যানভাসে কখনো ধরা দিয়েছে গৃহপালিত গবাদি পশু, বাড়িতে দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্র,ঘর বাড়ি।এর পাশাপাশি দেখা গেল বেনারসের ঘাটের সন্ধ্যা আরতির নানা মুহূর্ত।রিয়্যালিসটিক আঁকাতে সব ছবি জীবন্ত হয়ে উঠেছে। সুরজিৎ বললেন,” আমার সবসময় রিয়্যালিসটিক ছবি আঁকতে বেশী ভালোলাগে।গ্রামে বড় হওয়ায় সেখানকার জীবন যাত্রা আমার কাজে বেশী করে ধরা পড়ে।আমার কিছু কাজ বেনারসের সন্ধ্যা আরতির রয়েছে।পরে ইচ্ছা আছে বেনারসের ঘাটের উপর একটা পুরোদস্তুর কাজ করবো।”তিনি আরো বলেন,” এই মহামারী থেকে জীবনের ছন্দে ফিরতেই হতো।লকডাউনের জন্য গত বছর কাজটা করা সম্ভব হয়নি।তাই ছবির প্রদর্শনীর মাধ্যমেই আবার কাজে ফেরার আমার এই উদ্যোগ।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top