google-site-verification=3aWTtnJLDmziNXnTRHYjTuuhcCjdWHLf0r3nb02M4_Q একুশের দশেরায় 'ময়দান' নিয়ে আসছেন অজয় google-site-verification=3aWTtnJLDmziNXnTRHYjTuuhcCjdWHLf0r3nb02M4_Q
Anando Sangbad Live

একুশের দশেরায় ‘ময়দান’ নিয়ে আসছেন অজয়

✍️সোমনাথ লাহা

(অবশেষে নতুন বছরে মুক্তি পেতে চলেছে অমিত শর্মা পরিচালিত ও অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’। শিলমোহর পড়ল ছবি রিলিজের তারিখে।)

১৯৫১-১৯৬২ এই সময়টিকে বলা হয় ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। আর ভারতীয় ফুটবলের সেই সোনার সময়ের নেপথ্যে ছিলেন দোর্দন্ডপ্রতাপ সৈয়দ আব্দুল রহিম। তাঁর প্রশিক্ষণেই সেসময় এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল ভারতীয় ফুটবল। এক অর্থে তিনিই ছিলেন সেই সুবর্ণ সময়ের নেপথ্যে থাকা প্রধান কান্ডারি। আধুনিক ভারতীয় ফুটবলের অন্যতম রূপকার। ১৯৫২ তে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লাভিয়ার কাছে দশ গোলে পরাজিত ভারতীয় ফুটবল টিমকে নতুন ভাবে গড়ে ঘুরে দাঁড় করিয়েছিলেন আব্দুল রহিম। যার ফলে ১৯৫৬তে মেলবোর্ন অলিম্পিক্সে তুলনামূলক ভাবে ভালো ফল করার পরে তাঁর প্রশিক্ষণে ১৯৬২-র এশিয়ান গেমসে সোনাজয়ী হয় ভারতীয় ফুটবল টিম। ভারতীয় ফুটবলের সেই স্বর্ণযুগ ও তার নেপথ্যে থাকা সৈয়দ আব্দুল রহিমের জীবনের উপর ভিত্তি করেই পরিচালক অমিত শর্মার ছবি ‘ময়দান’। প্রসঙ্গত গত বছর নভেম্বরে কলকাতায় শুরু হয়েছিল এই ছবির শুটিং। কিন্তু পরবর্তীতে করোনা ও লকডাউনের কারণেই বন্ধ হয়ে যায় এই ছবির শুটিং। ছবিতে সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। এছাড়াও ছবিতে ভারতীয় ফুটবল ফেডারেশনের এক সদস্যের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। এমনকি ছবিতে একটি অন্যতম চরিত্রে রয়েছেন অভিনেত্রী চৈতী ঘোষালের পুত্র অমর্ত্য রায়। ছবিতে অনান্য চরিত্রে রয়েছেন প্রিয়মণি, গজরাজ রাও প্রমুখ শিল্পীরা। প্রাথমিকভাবে ছবির প্রায় ৬৫শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে। ছবির ভিএফ‌‌এক্সের কাজ চলছে লন্ডন সহ কানাডা ও লস এঞ্জেলসে। নতুন বছরে জানুয়ারি থেকে আবার শুরু হবে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যাবে শুটিংয়ের কাজ। আর সেই কারণেই ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এবার মুক্তি তারিখ ঘোষণা করে প্রকাশ করা হল ছবির পোস্টার। ২০২১-র ১৫অক্টোবর দশেরার দিন সিনেমাহলে মুক্তি পাবে ‘ময়দান’। হিন্দি সহ তামিল, তেলেগু এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জি স্টুডিও সহ বনি কাপুর, আকাশ চাওলা ও অরুণাভ জয় সেনগুপ্ত। এদিকে নতুন বছর থেকে ছবির শুটিং শুরু হলেও ছবির প্রধান অভিনেতা অজয় দেবগণ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মে ডে’ নিয়ে। ছবির পরিচালক অজয় স্বয়ং। গতকাল থেকে নিজামের শহর হায়দ্রাবাদে টানা শিডিউল( একেবারে স্টার্ট টু ফিনিশ) মেনে শুরু হয়েছে এই ছবির কাজ। ছবিতে অজয় ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন ও রকুল প্রীত সিং। তবে অমিত শর্মার ‘ময়দান’কে নিয়ে নতুন বছরে উদগ্রীব হয়ে থাকবেন সিনেপ্রেমীরা সে কথা নিশ্চিতভাবে বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *