Close

আবার ধরাধামে ফিরছে ‘পিকে’

( ২০১৪-তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিকে’-র সিকুয়েল নিয়ে এবার হাজির হচ্ছেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও পরিচালক রাজকুমার হিরানি। লিখছেন সোমনাথ লাহা।) ‘পিকে’ -কে নিশ্চয়ই মনে আছে সকলের। হ্যাঁ ঠিকই ধরেছেন। সেই মনুষ্যরূপী ভিন্ন গ্রহ থেকে আসা এলিয়েন। নিজের গ্রহে ফেরার রিমোট কন্ট্রোলটি হারিয়ে যাওয়া বা আরও ভালো করে বললে চুরি হয়ে যাওয়ার কারণে তাকে বেশ কিছুদিন থেকে যেতে হয়েছিল এই পৃথিবীতে। আর তারপর শুরু হয় নানারকম মজাদার কান্ডকারখানা। অবশেষে এক সাংবাদিক জগৎজননী ওরফে জগ্গুর সহায়তায় নিজের হারিয়ে যাওয়া রিমোট কন্ট্রোল ফিরে পাওয়ার পাশাপাশি এক ভন্ড গডম্যান তপস্বীর মুখোশ খুলে দিয়ে রায় সে। ২০১৪তে বিধু বিনোদ চোপড়া নির্মিত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিটি শুধু যে দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছিল তাই নয়, মন ছুঁয়ে গিয়েছিল আপামর সিনেপ্রেমী এবং সাধারণ মানুষের। সেই ছবিতে পিকের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন আমির খান। জগ্গুর চরিত্রে ছিলেন অনুষ্কা শর্মা। ভন্ড গডম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ শুক্লা। এছাড়াও ছবিতে অনুষ্কার প্রেমিক সরফরাজের চরিত্রে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। তবে সেই ছবির শেষে আমির খানের সঙ্গে এলিয়েন হিসাবে দেখানো হয়েছিল রণবীর কাপুরকে। বলা যায় তাই ছবির শেষ দৃশ্যেই ইঙ্গিত ছিল সিকুয়েলের। সম্প্রতি দীর্ঘ ছয় বছর পর প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানিয়েছেন যে ‘পিকে’-র দ্বিতীয় পর্ব তথা সিকুয়েলের পরিকল্পনা শুরু করেছেন তিনি। এ প্রসঙ্গে বিধু বিনোদের অভিমত, “শুরু থেকেই আমাদের সিকুয়েলের পরিকল্পনা ছিল। সেকথা মাথায় রেখেই ছবির শেষ দৃশ্যে আমরা রণবীরকে ইন্ট্রোডিউস করি।” তবে শুধুমাত্র লাভের জন্য এই ছবির সিকুয়েল বানাতে চান না বিধু বিনোদ। তাঁর কথায়,”আমি লাভের থেকেও সিনেমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তার নাহলে এতদিনে পাঁচ-ছটা মুন্নাভাই বানিয়ে ফেলতাম।” তবে ‘পিকে’-র সিকুয়েল দেখার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেপ্রেমীদের। সিকুয়েলের কাহিনি লেখার কাজটি এখনও শুরু করেননি চিত্রনাট্যকার অভিজাত যোশী। যদিও কাজটি দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে বিধু বিনোদ চোপড়ার। এখন দেখার এটাই যে ‘পিকে’-র এই দ্বিতীয় পর্ব তথা সিকুয়েল কিরকম চমকপ্রদ হয়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top