Close

আজকের দিনে

আজকের দিনে ॥২৫/৮/১৯৪৮খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানটি জাতীয় সঙ্গীত হিসাবে ভারত সরকার ঘোষণা করে ॥২৫/৮/১৯৪৩খ্রিস্টাব্দে আজাদ হীন ফৌজের দায়িত্ব গ্রহণ করেন সুভাষচন্দ্র বসু ॥২৫/৮/২০০৩খ্রিস্টাব্দে মুম্বই শহরে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রায় চুয়াল্লিশ জন নিহত হন আহত হন পঞ্চাশ জন ॥২৫/৮/১৯৭৩খ্রিষ্টাব্দে জাতীয়তাবাদী ও সাংবাদিক প্রতাপ চন্দ্র গঙ্গোপাধ্যায় প্রয়াত হন ॥২৫/৮/২০১২ খ্রিস্টাব্দে মহাকাশচারী নীল আম স্ট্রং স্ ভাব প্রয়াত হন ॥২৫/৮/১৯৬২খ্রিস্টাব্দে লেখক তসলিমা নাসরিন জন্মগ্রহণ করেন ॥২৫/৮/১৯৯০খ্রিস্টাব্দে বিপ্লবী সচিন চৌধুরী প্রয়াত হন ॥২৫/৮/২০০৭খ্রিস্টাব্দে লেখক তারাপদ রায় প্রয়াত হন ॥২৫/৮/১৯০০খ্রিস্টাব্দে জার্মান দার্শনিক ফ্রেডারিক নিতসে প্রয়াত হন ॥২৫/৮/২০০১চিত্র পরিচালক অসিত সেন প্রয়াত হন ॥২৫/৮/১৯০০খ্রিস্টাব্দে শনিবারের চিঠি র সম্পাদক সজনীকান্ত দাস জন্মগ্রহণ করেন ॥২৫/৮/১৮৯৬খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক বসুমতী পত্রিকা প্রকাশিত হয় ॥২৫/৮/১৮১৯খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার কর্তা জেমস ওয়াট প্রয়াত হন ॥২৫/৮/১৮৬৭খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে প্রয়াত হন ॥২৫/৮/১৮২২খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল প্রয়াত হন ॥

— মালদা, নজরুল ইসলাম

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top