Close

আজকের দিনে

আজকের দিনে : ।।২০/৮/১৯৪৪খ্রিস্টাব্দে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মগ্রহণ করেন এই দিনটি সদ্ভাবনা দিবস হিসাবে পালন করা হয় ।২০/৮/১৮২৮খ্রিস্টাব্দে নবজাগরণের রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন ।২০/৮/১৮৬৪খ্রিস্টাব্দে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জন্মগ্রহণ করেন ।২০/৮/১৮৯৬খ্রিস্টাব্দে ফুটবলার গোষ্ঠ পাল জন্মগ্রহণ করেন ।২০/৮/১৮৯৯খ্রিস্টাব্দে সাহিত্যিক বলেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন ।।২০/৮/১৮১৭খ্রিস্টাব্দে আজকের তারিখে সেকেন্দ্রাবাদ শহরে একটি মশক কীটকে ব্যবচ্ছেদ করে তার অন্তরে যে বস্তুটি পেয়েছিলেন পরজীবী প্লাসমোডিয়াম ম্যালেরিয়ার জীবাণু রোলান্ড রস ওই দিনটিকে মশক দিবস হিসাবে অভিহিত করেন ।২০/৮/১৯২১খ্রিস্টাব্দে কেরলে মোপলা বিদ্রোহ শুরু হয় ।২০/৮/১৯০৬খ্রিস্টাব্দে ভারতে প্রথম আনন্দমোহন বসু প্রয়াত হন ।২০/৮/১৯৮৬খ্রিস্টাব্দে গৌরীপ্রসন্ন মজুমদার প্রয়াত হন ।২০/৮/১৭৯৯খ্রিস্টাব্দে জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা সম্পাদক জেমস প্রিন্সেপ জন্মগ্রহণ করেন ।

—মালদা, নজরুল ইসলাম

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top