Close

অবুঝ

যুথিকা দাশগুপ্ত

যদি বলার মতো বলতে তুমি
আমাকে আর চাওনা
মেনে নিতে নিতে, মনেও নিতাম
প্রাধান্য আর দাওনা,

আমি সব পেরেছি মেনে নিতে
খালি মানতে পারিনি হেলা —
সময় প্রহর গুণে গুণে খালি
স্তব্ধ হয়েছে খেলা —-

যদি শব্দ করে বিদীর্ণ মন
আকাশটা বাধ সাজে
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিও
আমাকেও মাঝে মাঝে,

যদিবা বাজে সবুজের সাথে
অবুঝ কোন সুর —-
ভাসিও ভেলায় কল্পনাতে
নিয়ে যেতে বহুদূর।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top